মাগো তোমায় যে আজ
বড্ড বেশি মনে পড়ছে,
মাগো  ভুলে গিয়ে শত কষ্ট
আজ সব মেনে নিতে হচ্ছে।


সময় থাকতে মাগো
তোমার করি নি কদর,
মনে পড়ে মাগো তোমার
শাসন,ভালোবাসা ও আদর।


খাবো না বলে আমি
ধরতাম যখন বায়না,
না রেগে বলতে আমায়
এমন করতে হয়না।


তুমি মাগো মন্দিরের দেবী
রাখতে সকলকে সুখি,
দাওনি হতে কখনো তুমি
কারো মনকে দুঃখী।


নিজের সামর্থ্য যতটুকু
করতে তার চেয়েও বেশি,
বুঝতে দাওনি মনের কথা
থাকতে হাসি খুশি।


তুমি ছিলে মন্দিরের দেবী
আগে বুঝিনি কেনো আমি,
এখন আমি বুঝি মাগো
মা -ই সবার আগে দামি।


দশ মাস দশ দিন তুমি
যত্ন করে গর্ভে রেখে ছিলে,
এখন বুঝি মায়ের কষ্ট
নিজে মা হয়েছি বলে।


এ জনমে বুঝিনি মাগো
তোমার কষ্ট যাতনা,
পর জন্মে তোমার কোলে
ঠাঁই চাই মা,অন্য কারো না।


দিও মাগো ঠাঁই তুমি
দুরে ঠেলে দিও না,
একটি সু্যোগ চাই আমি
মাগো তুমি বুকে নাও না।


জনম জনম মাগো তোমার
ওই গর্ভে জায়গা দিও,
সারাজীবনে তুমি ওমা
আমার প্রণাম নিও।


================