জানো মা আমি এখন
আমি থেকে "তুমি" হয়ে গেছি,
মাগো জানো আমি আর অলস নই
কখন যে অলসতা কাটিয়ে উঠেছি।

মা আজকে তোমায়
বড্ড বেশি মনে পড়ে…
যখন ভাবি তোমার কথা
নয়নে আমার অশ্রু ঝরে।

মাগো তুমি বলতে না -
আমি নাকি রাজকন্যা তোমার,
জানো মা এখানে শুনতে হয়
ভিখারি নাকি আমার পরিবার!

মাগো তুমি ও কি
এসব সইতে  বলো…!
তবুও কেন বুঝতে দাওনি
তোমার মন যে থাকে না ভালো!

মাগো - আমাকে তো
কোনকিছুর অভাব দাওনি,
তবুও জানো মা শুনতে হয়
বাবার বাড়িতে কিছুই পাইনি!

মাগো তোমার কাছে ছিলাম
আমি হয়ে মুক্ত পাখির মতো
জানো মা এতো বাধা মেনে চলি
তবুও শুনি চলি না কথা মতো!

মাগো আমার এতো  দোষ
বলো নি কেন আগে…!
এখন মাগো জানতে পারলাম -
তুমিও মিথ্যে বলতে আমার সঙ্গে!

মাগো আমি তো ছিলাম
তোমাদের মনের সাগরে ভেসে,
তবুও জানো মা শাশুড়ি বলে
ছিলাম নাকি কুয়োর গায়ে বসে।

সকাল বিকাল শুনতে হয়
কোথায় ছিল কোথায় এসেছে,
কুয়োর ব্যাঙ এসে
সাগরে পড়েছে।।

==================