একটা সময় তুমি যারে
শিখিয়েছিলে বাঁচতে,
আজ কেন করছো খুন
তুমি নিজের হাতে?


কেন তাকে দিয়েছিলে
বুক ভরা যত আশা -
বাঁচবে তুমি এজীবনে
পাবে বেজায় ভালোবাসা।


চিনিয়েছিলে কেন
তাকে আপন পর জন,
তবে কেন চলে গেলে
ভেঙে দিয়ে এ মন!


তোমার দেওয়া স্বপ্নেরা
হাতছানি দিয়ে ডাকে,
বার বার মনে করিয়ে দেয়
নীরবে থাকা মানুষটাকে।


ভগবানের একি খেলা
আপনজনকে নেয় কেড়ে,
বাঁচবে এখন কিভাবে সে
নিজের আত্মাকে ছেড়ে!


================