বৃষ্টি ভেজা সকাল পাড়ি দিয়ে
নতুন সকাল আসলো ফিরে,
নতুন প্রভাত দিলো দেখা
মেঘের সাথে আড়ি করে।


সেই প্রভাতেই বসে আমি
মধুর দৃশ্য উপভোগ করি,
কপোত-কপোতী বসেছে এসে
বুড়ি মায়ের চালের উপরই।


একে অপরের সাথে মত্ত
প্রেমে বিনিময় করে তারা,
সঙ্গে সাথে কেউ নেই আর
নেইকো তাদের কোনো পাহারা।


দুই পাখি করছে সুখে খেলা
তাদেরও যে মনে ভালোবাসা,
মনুষ্য জাতির থেকেও ভালো
তাদের প্রেম সত্যি খাসা।


দৃশ্য দেখে মন ভরে যায়
ভাবি বসে আমি বারান্দায়,
তাদেরও প্রেম মেলায় ওষ্ঠ
তারাও সুখের ঘর বসায়।


ইচ্ছে জাগে মনে আমার
যদি হতাম মুক্ত পাখির মতো,
আমিও থাকতাম প্রিয়'র সাথে
কি ভালোই না হতো।


==================
২৮/০৯/২০২৩