অসহায় হয়ে পড়ে আছে মন,
চলে গেছে ছেড়ে আপনজন।


ছোট থেকে যারা করেছিল বড়,
অসময়ে হাত ছেড়ে বলে দূরে সরো।


ভরসা ছিল যত আপন জনদের নিয়ে,
তারাও দিলো ঠেলে অপবাদ দিয়ে।


যাদের নিয়ে মনে ছিল সাহস ভরসা,
চেনেনা তারাও আজ ভেঙে দিলো আশা।


হায়রে দুনিয়া আপন কেউ নয়…
ছেড়ে যায় আপনজন সম্মানের ভয়!


এমনই নারীজাতি নেইকো মোদের মন!
অবহেলায় অসহায়ের মতো কাটে জীবন।


======================