হায়রে কি অদ্ভুত এই দুনিয়া  
কত নিচু মনের সব মানুষ,
সমাজ হয়েছে জন্তুর মতো
হারিয়েছে তারা ছিল যত হুঁশ।


তারা যে মানেনা কোনো রীতি
ভুলেছে সে নিজের পরিচয়,
লালসার কারণে বুঝি সব
নিজের জাতিকেও হারায়!


তারা খুঁজে বেড়ায় চাহিদা
তাদের লক্ষ্য শুধু শিকার,
হে মানব,এ সমাজে তোমায়
ঘেন্নার চোখে জানাই ধিক্কার।


তুমি জাতির নামে কলঙ্ক
এজন্য দায়ী তুমিই নিজে,
ভেবে দেখেছ কখনো লোভ
নিজের আপন মানুষ খোঁজে?

ভেবে দেখো তো তুমি
আয়নায় নিজেকে দেখে,
যাকে তুমি শিকার ভাবো
সে যে দেখে সম্মানের চোখে।


ছিঃ ছিঃ তুমি এতটাই লোভি
এতটা নোংরা তোমার মন?
সেও তো কারো আপন হয়
কারো স্ত্রী,মা বা কারো বোন।


সত্যি সমাজটা আজ শেষ
এই কিছু জঙলিদের জন্য
তারা আজ এতটাই নীচ
বন্য পশুদের থেকেও জঘন্য।


সমাজে না থাকাই ভালো
এসব জাতি ধ্বংস হোক,
ভালো মানুষের মুখোশধারী
এরাই আসলে নরখাদক।


================