আয় রে ফিরে প্রাণের সুজন
যাস নারে একা ফেলে,
জীবন হলো মরুভূমি
সোহাগের অভিনয়ে ঠেলে।


দোষী কি আমি এতই
যে দোষের হয়না কোন ক্ষমা?
বুকের ভেতর পাথর চাপা
তবুও কষ্টের পাহাড় হয় জমা।


অনেক শাসন করে তোরে
বেঁধে রেখেছিলাম  রোজ,
ভুলে গেলি বেইমান তুই
কেন রাখলিনা রে খোঁজ!


ভালোবাসার ছলনায় আমি
বুঝিনি তোর মনের ভাষা,
মন কাঁদে তবু তোরই জন্য
তুই ছিলিস যে বাঁচার আশা।


কেন রে তুই গেলি চলে
আমায় একা ফেলে…
এতই দোষী কি আমি ছিলাম!
যা একটি বার বলে…


বুকের ভেতর পাথর চাপা
নিঃশ্বাস নিতে কষ্ট বেজায়,
পারিনা আর সইতে আমি
তিলে তিলে মরতে হয়।


আয় ফিরে আয় জীবন তুই
যাসনা করে আমায় আহত,
রইলাম তোরই অপেক্ষায়
যতদিন না হই নিহত।


==================