স্বভাব তাদের নির্লজ্জের
দেখায় লোককে সাধু,
নিজের কথা ভাবে পরে
মনে পরের কথা শুধু।


বাইরে তারা অতি ভদ্র
নিজেকে দেখায়  সতী,
মনের ভেতর কয়লা ভরা
ঘেন্না জানাই তাদের প্রতি।


সেদিক থেকে মানতে হবে
যেন তারাই মোবাইল ফোন,
এ পাড়ার খবর ওপাড়া যায়
থাকুক যতই রেড জোন।


ভদ্রবেশী বেশ্যা কেউ
শকুনের মতো চোখ,
সুযোগ পেলেই আগুন লাগায়
যতই সে আপন হোক।


ভালোই জানে তারা
সবার পেটের কথা নিতে,
মিষ্টি কথায় মন পায় সবার
নিন্দার জোয়ারে জিতে।


কার সংসার কত সুখের
কে কি করে বেড়ায়!
শকুনের মতো পায় খবর
জ্যান্ত সিসি ক্যামেরায়।


আমিও বলি তাদের
যারা নিন্দা করে বেড়ায়,
তাদের জীবন সুখের হোক
ফুলচন্দন চোখে তুলসী পাতায়।


===================