তিলে তিলে জমানো
সম্পর্কের বন্ধন ছিন্ন,
আজ তুমি অন্য রাস্তায়
আমিও বাধ্য রাস্তা ভিন্ন।


নয়নে নয়ন পরলেও আজ
শক্তি নেই কথা বলার,
চাইলেও নেই করার কিছু
ছিঁড়ে গেছে বন্ধনের তার।


পুরোনো কিছু স্মৃতি
ছাড়েনা আাজও পিছু,
অসহায়ের মতো আজ
চাইলেও পারিনা করতে কিছু!


বুক ফেটে যায় তবু
অন্তর আত্মার হাহাকার ডাক,
আবারও নিকোটিন হাতে
স্মৃতিরাও এবার দেবেনা হাঁক।


দেহ আছে হয়ে শুধু
শুকনো গাছের ডাল,
যার সব ঝরে গেছে
আগুনে পুড়ে হবে লাল।


দিবা রাতি জ্বলে যায়
হয়ে জলন্ত অগ্নিশিখা,
নাওনি কোনো খোঁজ
তুমি দাওনি তবু দেখা।


পুরোনো অতীত এলো ফিরে
আবারও চেনালো বাস্তবতা,
মেনে নিতে শেখালো জীবন  
সব সয়ে একলা নীরবতা।


বলে যায় এসে বারে বারে
অশ্রু করো বরফের স্তুপ,
নীরবে খুন হও তুমি
তবু থাকো নিরবতায় চুপ।


===================