জীবনের খাতা খুলে দেখি
সব কেমন যেন বদলে গেছে,
সময়টাও ছেড়েছে সাথ
সেও স্বার্থপর হয়েছে।


আজ সব ওলট পালট
কাল ছিল বুকভরা আশা,
মনে ছিল শান্তির শ্বাস
আজ নিরাশা বেধেছে বাসা।


সময়ের সাথে অতীত চেনা
বের হলো সব আসল রূপ,
নিজেকেই দোষী  মনে হয়
হয়তো আসলে দোষ খুব।


মনে পড়ে ছেলেবেলার দিনগুলি
ছিল কতই না মধুর মিষ্টি…
আজ শুধু হাহাকার কান্না
এ কেমন প্রভু তোমার সৃষ্টি?


আগে যে সুখ দান করেছো
তারই কি সব বদলা নাও?
এতো যে আর হয়না সহ্য
কোন জনমের প্রতিশোধ নাও?


==================