মেঘ হয়ে আয় কাছে
ভিজিয়ে দে আমায় আদরে,
তৃষ্ণার্ত চাতক হয়ে আছি
জড়িয়ে ধর তুই চাদরে।


বৃষ্টির ফোঁটার মতো তুই
ছড়িয়ে দে ভালোবাসা,
বাড়ুক শরীরে ঝড়ের গতি
গোছানো ছিল যা মনের আশা।


মাঝে মাঝে হোক গর্জন
বাড়ুক বৃষ্টির জোর,
উত্তপ্ত ধরণি কর শান্ত
উষ্ণতায় সে বড়ই কাতর।


ভরিয়ে তোল বৃষ্টি  দিয়ে
সমুদ্রের  জোয়ারের গতি,
ভরে উঠুক সমুদ্র আরো
হবেনা মাঝির কোন ক্ষতি।


থাকিস পাশে সারাজীবন
বৈঠা ধরে শক্ত করে।।
ডুবিয়ে রাখিস আমার মন
ভালোবাসার প্লাবন ঝড়ে।


=================