আর সহ্য হয়না কিছুই
সহ্য করে ক্লান্ত পথিক,
একটু চায় শান্তির নিঃশ্বাস
জানেনা সে কোন দিক!


একই সাথে চলার সাথি
দুই পথিক দুই দিকে রাস্তা,
যতই চলতে চায় তারা
চলা কি এতই সস্তা…!


পথিকের পথে অনেক বাধা
তবুও সে হাল ছাড়তে নারাজ,
কি করে পার হবে পথিক
পথ চলাই যে তার কাজ।


দুই সাথির এক জন যদি
ছাড়ে আরেক জনের হাত,
অপর পথিক পারবে কি তবে
সামনে যে বড়ো গিরিখাত।


জীবন হয়েছে মরুভুমি
আজ হৃদয় খন্ড খন্ড,
জীবনে কেউ নয় সুখি
সবই নাটক আর ভন্ড।


=================