সবাই আজ ব্যস্ত প্রচুর
নেইকো কারো কোন সময়,
কে কাকে টাইম দেবে
সেটাও এখন ভাবতে হয়।

হয়েছি সবাই গোলাকার
ঠিক যেমন এই ধরণী,
যখন যার দরকার থাকে
সবার মনে পড়ে তখনই।

প্রয়োজন ছাড়া কেউ কাউকে
মোটেও চেনে না তো,
যে যতই থাকুক ব্যস্ত তবু
সাথ ও প্রয়োজনে সবাই নত।

যতই তারা দেখাক না
তাদের আছে  অহংকার,
যতই থাকুক টাকা পয়সা
হোকনা কোন দামি অলংকার।

সবই ঠিক একদিন হারাবে
থাকুক যতই বাড়ি গাড়ি,
সে জনার কাছে সব তুচ্ছ
তাঁর কাছেই আসল বাড়ি।

তবুও কেনো এত ভেদ
উচ্চ মধ্য ও জাতি নীচু
দেহ ত্যাগে তো সব শেষ
পরে থাকবে আছে যত কিছু।

==================