আজ পূর্ণিমা রাতে…
একে ওপরের সাথে…

গরবো আজ নতুন রাজত্ব,
ভালোবাসায় পবিত্র রক্ত।

নব রূপে রাঙিয়ে তুমি…
যেমন সাজাবে সাজবো আমি।

রইবে না আর কোনো মানা,
দাও রাঙিয়ে জীবন খানা।

পূর্ণিমা চাঁদের নতুন রাতে,
হাতটি তোমার রেখো হাতে।

উষ্ণতা এবার দাও কমিয়ে,
জীবনের রাঙা ভালোবাসা দিয়ে।

তোমার ছোঁয়ায় পরশমণি…
থাকুক জীবনে এই রজনী।


==================
১৬.০৮.২০২৩