কত ক্রোশ পথ পেরিয়ে
কত পরিজন ছেড়ে…
পূর্ণতা পেলো ভালোবাসা
পরিপূর্ণ স্বামীর হাত ধরে।


পথে সাক্ষী পূর্ণিমার চাঁদ
সমুদ্রের ঢেউও দিলো সাথ,
আরো সাক্ষী সবুজ গাছপালা
এক হলো ভালোবাসার চার হাত।


যে স্বপ্ন দেখেছি রোজ
নীরবে কেঁদেছে অভাগা মন,
সেই স্বপ্ন দিলে উপহার
ধন্য করলে এই জীবন।


তুমি আমি দুজনে শুধু নয়
জানলো এই পুরো পৃথিবী,
জীবনের সব থেকে বড়ো পাওয়া
অমর হলো ভালোবাসার ছবি।


সমুদ্রের ঢেউ কাছে এসে
পবিত্র ছোঁয়া দিল ভালোবাসায়,
সফলতা পেলো ভালোবাসা
দিন গুনেছিল এই আশায়।


==================