মুছে দিলাম স্মৃতির পাতা
যা ছিল এই মনেতে লেখা,
শিখে গেছি অনেক নীরবতা
কভু যেন আর হয়না দেখা।


পুড়িয়ে দিলাম রঙিন চিঠি
যা ছিল তোর ছোঁয়ায় রাখা,
ভুলে যেতে চাই এবার সব
পুরোনো যত নর্দমা মাখা।


ফেলে দিলাম সব ডাস্টবিনে
দিয়েছিস যা নিজের হাতে,
কি হবে এসব শূন্য মনে
নেই যখন তুই সময়ের সাথে।


তোর পরশে শিক্ষা হল
জীবনের অনেক ধারাপাত,
চলে যেতে পারলি যখন
সুখে থাক নিয়ে অন্যের হাত।


জলন্ত অগ্নিশিখায় পুড়ি আজ
হলি তুই এতই কঠোর,
পুড়িয়ে দিলি নিজের হাতে
হয়ে গেলি তুইও শক্ত পাথর।


তৃষ্ণার্ত চাতক বসে আছে
এক ফোটা জলপানের আশায়,
আকাশ তবু দেয়নি বারিশ্
শুকনো মেঘে পৃথিবী ভাসায়।


=================