সব সইতে পারবো আমি
তুমি পাশে থাকলে,
সব কিছু মানতে রাজি
যেভাবে রাখো তুমি আগলে।

মাঝ পথে ছেড়ো নাগো
অভাগীর হাতটি তুমি,
তার জীবনের বাঁচার আশা  
তার জীবনে তুমিই দামি।

তুমি যে তারে শিখিয়েছো
নতুন করে বাঁচতে হবে,
সেই  সাহসেই সাহসী সে
যতই আসুক ঝড় তবে।

এক সাথে হাঁটলে তুমি
দুজনে ধরে একই রাস্তা,
কি করে ছাড়বে তারে
ভালোবাসা কি এতই সস্তা?

বিধাতা লিখেছেন বিধি
তিন বিধান মেনে নিয়ে,
বাঁচতে চাই তোমার কাছে
বাকি জীবন দিয়ে।

=================