অপেক্ষা গুলো ক্লান্ত আজ
সময়ের দূরত্ব পাহাড় সমান,
ক্ষুধার্ত মন বেজায় অভিমানী
চলেছে সে কোন অভিযান!


সময় গুনে চলে নদী
আজ আছে ভাটায় পড়ে,
পাহাড় কবে ভাঙবে চূড়া
অজানায় তার অশ্রু ঝড়ে।


নয়ন পারে না সইতে আর
অপেক্ষার প্রহর গুনতে,
এক বিন্দু সমান চায় কাছে
অভিমানে মনকে পেতে।


এলোমেলো হয়েছে সময়
পাষাণ হয়েছে কাঙাল মন,
পথের পানে চেয়ে থাকা
জল হয়ে আর বয়না নয়ন!


হয়তো কোনোদিন আর
পাবেনা সময় কাছে…
জোয়ারেই ভরে থাকতো নদী
এটাও হয়তো মিছে!


==================