পাখি তুই ঠিকই  ছিলিস
বুঝিনি তোর মনের ভাষা,
তাইতো পেলাম সুখ অনেক
শিখলাম কারে বলে নিরাশা।


অনেক স্বপ্ন ছিল রে পাখি
রাখব তোরে এই বুকেতে,
নিরাশ হলাম পাখিরে আমি
হেরে গেলাম তোর কাছেতে।


স্বপ্ন ছিল দুই জনেতে
বাঁধবো স্বপ্নের সুখের ঘর,
এই জীবনে হলনা পুরন
মাঝ পথেই করে দিলি পর।


পাখি তুই ভাবলি নারে
তোর  সঙ্গীর কি হবে,
কথা দিয়ে পর করলি
যারে পাখি চলে যা তবে।


আর বলবো নারে পাখি তোকে
আয় ফিরে এই মনের ঘরে,
ভুলতে যে পারবনা রে আমি
দিসনা ওরে আমায় পর করে।


ভালো থাকিস হৃদয় তুই
ভুলে যাস তুই আমায় রোজ,
কেমন আছি ভাবিস না আর
নিস না রে পাখি আমার খোঁজ।


=================