কেন করিস মিথ্যে আশা
যেটা কখনো হবার নয়!
এত কেন দেখিস স্বপ্ন
আছে কিন্তু স্বপ্ন ভাঙ্গার ভয়!

তুই কি জানিস ওরে
তোর স্বপ্ন দেখা বারণ,
কেন ছুটিস তার পেছনে
কি আছে তার কারণ!

বলতো আমায় তুই
স্বপ্ন দেখে কি বা পাস?
সেই তো ভাঙ্গে স্বপ্ন তোর
যেটুকু পাস সেটাও হারাস!

কেন করিস মিথ্যে আশা
জানিস হবেনা সেটা পূরণ,
মন রে,স্বপ্ন সেতো স্বপ্নই থাকে
শুধু তোরই হয় মরণ।

=================