উঁচু নীচু পথে যদি ছেড়ে যায় হাতে ধরে রাখা হাত
চলতে চলতে যদি শেষ হয় স্বপ্নীল নীল রাত
গাইতে গাইতে যদি থেমে যায় কথা তাল লয় সুর
বন্ধু, তখনো থাকবে তো পাশে চলে যাবে না তো দূর?
কথা দাও ভালবেসে যাবে রেখে, হাতে হাত মনে মন
যদি ছেড়ে যায়, ছাড়ুক সবাই আত্মীয় পরিজন
যদি রাত্রির পরে রাত্রিই আসে আসেনা কো আর দিন
যদি শুধু বেজে চলে করুণ সুরেতে হারানো স্মৃতির বীণ
তবু সখ্যতা বেঁচে থাক হ’য়ে সাত জন্মের ধন
হোক চিতার আগুনে নিকষিত হোমে আবার উত্তোরন।