নতুন বেহুলা


ছিল পুরুষের হাত তীক্ষ্ণ তীরের ফলায়
স্থির লক্ষ্যেতে পাখীর চোখের মণি
নারী ডুব দিত সুমুদ্দুরের তলায়
পাখীর ডানাতে বেঁধে তার নীল মন-ই


হত ক্রোধের আগুনে ছারখার ঘর-বাড়ি
অসম সাহসে মৃত্যুকে ক’রে জয়
সমর্পনেই বাঁচত তখন নারী
অধিকার নয়, শুধুই ছিল যে ভয়


আজ, শিরদাঁড়া সোজা
বোঝা ও বোঝানো দায়িত্ব
কান্নায় নয় কাঁধে কাঁধ রেখে চলা
আঁকে লক্ষণ রেখা সম্পর্কের স্থায়ীত্ব
নির্ভীক মনে মনের কথাটি বলা


চাঁদ সদাগর এখনো দম্ভে অন্ধ
আজো বেহুলারা লখীন্দরের পাশে
সর্পাহতকে বাঁচানোর দায় নিয়ে
নতুন বেহুলা নব প্রত্যয়ে হাসে