আমি মানুষ খুজি -
মানুষ কোথায় পাই
ধর্মের বেদীতে মানুষ বাধা
মানুষের কোন চিহ্ন নাই  !


ও চামার !  যদি পারো ধর্মে মারো
মানুষের কেন রক্ত ঝরাও ?  
চামার কয় - ধর্ম কই পাবো !  
মানুষের মাঝে তো ধর্ম রয় -
ভিন্ন পোশাকে কেবল তা গোচর হয় ।


আমি বলি যদি তাই হয় -
মারো তবে ব্রাক্ষ্মণে,
মারো তবে শুদ্রে -
তোমার পোশাক তো
তারি সাথে মিলে না রয় -


ও চামার ! টিকা দিয়ে
তুমি না হয় হাত মুঠি করে ডাকো ঈশ্বরে ;
ঐ দেখ - টুপিওয়ালা হাত খুলে ডাকে ঈশ্বরে -
তাই বলে কি লড়বে সংসারে !


মানুষ দেখো -  রক্ত এক
লেবাজ পরিধায়ে - ধর্মে পড়ে থাক !