নিষিদ্ধ শহরে,
পতিতদের দখলে আস্তাবল,
নিষিদ্ধদের গল্প চলে।

সস্তায় গুণগান,
অনিয়ম চলে নিয়মে।

সাদা পাখি, দিশেহারা
কালোদের দাপটে!

সরল রেখা, বক্র পথে,
উম্মাদরা চালকের আসনে!