মানুষ কোথায় অ-মানুষ দেখি,
কথায় কথায় স্বার্থ খুঁজি।
অহরহ অন্যায় অনাচার দেখি,
কোথাও কি কখনো প্রতিবাদ করি!


আশায় থাকি আসবে প্রতিবাদী,
ধ্বংস স্তুপের তলে যাচ্ছে নগরী।
অর্থের স্বাদে বিবেকহীন বিদ্রোহী,
নৈতিকতার অভাবে বিবর্ণ মানব-মানবী।