এক‌টি মৃত্যু হ‌বে মহাপ্রলয় ঘটার আ‌গে,
জীবন-সংগ্রা‌মে উৎথান-পতন ছাড়া,
মানবতা থাক‌বে অ‌ধিকার সুখের ক্ষনে,
মৃত্যুদূত মুচকি হেঁসে ‌দে‌বে মৃত্যু যন্ত্রণা!


ক্ষুধার্ত শকুন মুক্ত আকাশ, নীলাভ উল্লাস,
ভয়হীন পথচলা, মুক্ত মেঘ বা‌লিকা,
শিশুর হাঁ‌সির মত ‌নিষ্পাপ হি‌সে‌বের খাতা,
হ‌বে কি এমন মৃত্যু পরাজ‌য়ের চিন্তা ছাড়া?