কাম যমুনায় ডুবে মানুষ হলাম না,
যুগের পরে যুগ গেল খুঁ‌জে জীবাত্মা।


ভগ্নঘরে কামের রসে সাধুর সঙ্গ উদয় হইল না,
নিগূঢ় তত্ত্ব দেহভান্ডে পরমাত্মা রই‌লে অ‌চেনা।


জগতভ্রমে আত্মভেদ সৃজিলেন যেজন সে তো অজানা,
জীবাত্মার প্রে‌ম না ক‌রিয়া পাইলাম না পরমাত্মা।


জ্ঞানভিক্ষু নির্বাক প্রেম বৃ‌ক্ষে নিরাকার সাধনা,
আকা‌রের মা‌ঝে কেম‌নে বাস ক‌রো পরমাত্মা?