একটা ছোট স্বপ্ন, ঘুম নেয় কেড়ে,
সে আছে পাশে, রাজ কুমারী বেশে।


একটা ছোট স্বপ্ন, ঘর বাঁধে হৃদয় মাঝে,
ঘরণী বেশে আছে সে, আমার কুঁড়ে ঘরে।


একটা ছোট স্বপ্ন, লালন করি মনে,
যে ভাতটা খাব, রান্না করে যেন সে।


একটা ছোট স্বপ্ন, বাঁসা বাঁধে মনে,
আমার নামটি যেন, লেখা থাকে তাঁর মনে।


একটা ছোট স্বপ্ন, আসে বারে বারে ফিরে,
আমি আর সে যেন, এক আত্মা দু'‌টি শরী‌রে।


একটা ছোট স্বপ্ন, প্রার্থনাতে শুধু আসে,
রাজা করে রা‌খে যেন, তার মনের আসনে।