মন আমার রইল পরে
রঙের এই সং বাজারে,
আমি না হইলাম আমার
না হইলাম দয়ালের তরে।


রঙ তামাশা ভব জুড়ে
তার তরে গেল জীবন বয়ে,
তোমাকে না আসে মনে
পাড়ার অই সঙ্গ দোষে।


দয়াল তোমার দয়ার গুনে
আমাকে চালাও সৎপথে,
আমি অধম দুষ্ট দোষে
ভালবেসে ঠাঁই দিও চরনে।