প্রে‌মের দে‌বি তু‌মি, হৃদ‌য়ের কাবা আর
মদীনা।
বিষাক্ত বি‌ষ জ্বালার কথা জে‌নেও প্রেম সুধা
পান ক‌রে‌ছি অ‌বিরত।
ভাঙা গড়ার খেলায় ব্যতিব্যস্ত
অ‌বিন্যস্ত জীবন।
তু‌মি কি ভে‌বে‌ছো।


হঠাৎ জীব‌নের পটভূ‌মি‌তে রানী হ‌য়ে
আ‌র্বিভাব।
কত স্ব‌প্নের জাল বু‌নে, লিখ‌বে
নতুন ই‌তিহাস।
ত‌বে কেন হা‌রি‌য়ে গে‌ছো।
উত্তর কি দি‌য়ে‌ছো।


ব্রক্ষ্মপুত্র নদীর পা‌ড়ে, আ‌লো না ফোঁটা সকা‌লে
কাশফু‌লের শুভ্রতায়।
হা‌তে হাত রে‌খে চলার স্বপ্ন তোমার হৃদ‌য়ে,
স‌ঙ্গী কর‌বে আমায়।
স্বপ্ন কেন দে‌খি‌য়ে‌ছো।


ব্যর্থ সেই  ভালবাসা নেই  যার মিলন অভাব,
পাগ‌লের প্রলাপ ব‌লো আর না পাওয়ার
বেদনা ব‌লো।
সে আমার প্রে‌মের অহংকার।
ললনা, আমার প্রে‌মের সাতকাহন।