তোমা‌কে ভে‌বে আর কাট‌বেনা বি‌নিদ্র রজনী,
প্র‌তিউত্ত‌রের প্র‌তিক্ষায়  র‌বেনা ঘুমু ঘুমু দু'‌টো আঁ‌খি।
তু‌মি কি শুন‌ছো।


তোমা‌কে নি‌য়ে আর নদী দেখা হ‌বে না, ওপা‌রের কাঁশ ফুল,
পা‌খির কলতান, ঢেউ‌য়ের গর্জন শোনা হ‌বে না।
তু‌মি কি শুন‌ছো।


পূ‌র্ণিমার জোছনায় স্ব‌প্নেরা আ‌লো ছড়া‌বে না,
আ‌লো আধাঁ‌রির খেলা‌তে তোমার ছায়া,
দুরন্ত কি‌শোরীপনা আর দেখা হ‌বে না।
তু‌মি কি শুন‌ছো।


আমার অ‌গোছা‌লো ছন্নছাড়া জীব‌নে, বট বৃক্ষ হ‌য়ে,
মমতার ছায়া হ‌য়ে তু‌মি পা‌শে র‌বে না।
তু‌মি কি শুন‌ছো।


তোমার স্বপ্ন রইল অধুরা, লেখা হ‌লো না  
তোমা‌কে নি‌য়ে অমর প্রেমের ক‌বিতা,
এই  জনম গেল বৃথা, পরজন‌মের ভরসা।
তু‌মি কি শুন‌ছো।