হুট করে যায় ছুটে রেখে যায় রুটি
পড়ে আছে গুটি-সুটি দেখলো ছেলেটি
অবহেলায় একাকী সমাজের ত্রুটি।


খালি গায়ে কাতরায় ভারি অসহায়
কাছে নিয়ে এসে তারে ভাগ করে খায়
মানবিক বোধ দেখে পরাণ জুড়ায়
উপকার ছাড়া নেই কোন অভিপ্রায়।


আহার ছাড়া ছিল না কিছু তার আর
ছুটে যেয়ে খুলে দিলো মানবতা দ্বার
চোখ মেলে দেখো তারে দ্যাখো একবার
এলোমেলো সমাজের আবদ্ধ দুয়ার
দেখা হয় না সহসা ওদের কারবার।


অপরাধ বোধ জাগে অভাবী সমাজে
সমাজের অক্ষমতা ব্যথা লাগে লাজে
আমাদের মাঝে ওরা অবাধে বিরাজে
প্রস্ফুটিত পুষ্প গুলি সপ্রাণ স্বরাজে।