উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে যখন খুশি তখন চড়ে
কালের ঝড়ে ক্ষমতা উড়ে শুনা যায় যে হুকুম নড়ে
সময় হয়েছে কাল
জগতের হালচাল,
যদি বা কেহ উঠল তেড়ে পোষা রয়েছে কিছু নেকড়ে।


কালের রীতি এমনি নীতি কোথাও নাই কোনো দুর্নীতি
ভাগ বন্টনে দারুণ প্রীতি সবার সাথে ভক্তি সম্প্রীতি,
দেদার চলছে সব
প্রতিবাদ অসম্ভব
তিলক এঁকে বন্দনা ভক্তি অপকীর্তির ভগবদ্ভক্তি।


এমন কীর্তি নৈরাজ্যে ফুর্তি গরবে ঝুলায় শত প্রকীর্তি
রতি মহারথী ধূর্ত প্রমাথী লুণ্ঠনে হয় না উদর পূর্তি,
অনাচার উৎপীড়ন
চলে যখন তখন,
সত্য লুকানো ইচড়ে পাকানো নীতি বিরুদ্ধ কদর্য কুকীর্তি।


  ( প্রকীর্তি>যশ; প্রমাথী>দমনকারী)