ভাবনায় আজকাল বদলাবো
হালচাল যেভাবে
শঠতার পথ ধরে অনেকের
পরিচিতি সেভাবে।
দেখে গেছি বলি নাই ভুল পথে
চলি নাই কখনো
মন তাই বাধা দেয় ভুল কিছু
কেড়ে নেয় এখনো।

এতো বেশি চাহিদায় মন শুধু
ভয় পায় কি হবে!
দুই দিন আগে পরে জানি সবি
পড়ে রবে এ ভবে।
বিত্তের তাড়নায় ন্যায় নীতি
ভুলে যাই সকলে
ছোটখাট অপরাধে পড়ে যেতে
হয় কতো ধকলে।


ক্ষমা নাই তবু যাই বিবেকের
বিরুদ্ধে স্বভাবে
সব কিছু আছে আরো পেতে চাই
অনাহুত অভাবে।
ভাবনায় শত ভুল হয়ে যায়
অনুচিত সহসা
অযাচিত ঘটনায় সমুচিত
কিছু হোক ভরসা।