শঙ্কার দিন আগত
মানুষের সৃষ্টিতে মানুষ হতে পারে বিলুপ্ত ।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে
দখল নিতে পারে মানুষকে বোকা বানিয়ে।
হাস্যকর তবুও সত্য
কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে বিধ্বংসী দৈত্য।
বানাবে মানুষকে বোকা
বুদ্ধিমত্তা কাছে মানুষ সহজেই খাবে ধোঁকা।
হতে চায় না বিশ্বাস
গল্প উপন্যাস লিখতে লাগে না এক নিঃশ্বাস।
পরমাণু বিকিরণ জানি
মানুষের সৃষ্টি মানুষ ধ্বংসে মুহূর্ত লাগেনা মানি।
মানুষকে নিয়ন্ত্রণ করে
মানুষকে অনায়াসে আবদ্ধ রাখতে পারবে ঘরে।
নিয়ন্ত্রণে রাখা দরকার
প্রতিকারে আগ্রহী হয় যেন বিশেষজ্ঞ ও সরকার।
ছোট্ট উদাহরণ দিলে
পৃথিবী অকেজো শুধুমাত্র বিদ্যুতের দখল নিলে।
মেধা শক্তিতে উন্নত
স্বয়ংক্রিয় ভাবে চলতে কৃত্রিম বুদ্ধি হবেনা নত।
এটাই বাস্তব হচ্ছে
যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে।


Artificial intelligence (AI) নিয়ে সত্যই বিশেষজ্ঞগণ ভীষণ উদ্বিগ্ন।
নিয়ন্ত্রণে রাখা না হলে 50% বা আরো বেশি মানুষ ধ্বংস করে দিতে পারে এই অসাধারণ বুদ্ধিমত্তা যা মানুষের চেয়ে উন্নত মানের মেধা শক্তি সম্পন্ন যন্ত্র।
বিশ্বাসযোগ্য নয় তবে সত্য। গুগলের নিয়ন্ত্রণে {ChatGPT} উল্লেখযোগ্য।