কোন কারিগর নিজের ভিতর
         তপ্ত শিখা জ্বালে
কি অজানা ভালে
     অজানা দহনে অভ্যন্তর,
এমনি ইতর নেই তো উত্তর
         জ্বালাতন নিয়ে
ইনিয়ে বিনিয়ে
    দেখা আর ভাবা অবান্তর।  
আগুনের তাপ কতো শত পাপ
         সময়ের সাথে
দিনে কিবা রাতে
     অকারণে বাড়ায় প্রতাপ,  
উষ্ণতার ছাপ খায় না তো খাপ
         কারিগরে জানে
বিপ্রতীপ মনে
    গোপনে বাড়ায় অনুতাপ।
কিসের ব্যাঘাত ঘাত প্রতিঘাত
         চলে অবিরত
থাকে না নিরত
    সহসা বেঁধে যায় সংঘাত,
মন দোটানায় আসে অন্তর্ঘাত
        কোথায় পালাবে
শুধুই জ্বালাবে
    প্রায়শ্চিত্তে নিষ্পত্তি নির্ঘাত।