জীবনের আঙিনায় কষ্টে দিন যায়
      মনের চেয়ে শরীর বড় অসহায়,
            দিন রাত খাটে
      ছুটা ছুটি বাটে
ভুখ নিবারণ লাগি কিছুর আশায়।


বিজলীর ঝলসানো আলোক বর্ষণ
      প্রাচুর্যের মর্মভেদী তীব্র আকর্ষণ,
            ক্ষুধা জ্বালা দুখ
      মনে নাই সুখ
নিঃস্বের সাথে বৈভবে এমনি ঘর্ষণ।


বাজারে মানুষ আছে হাজারে হাজার
      কাজের লাগিয়া করে সদা ইন্তাজার,
            হাত পাতা নয়
      কাজ যেন হয়
উপায় অন্ত বিহীন কাজের বাজার।


উদ্ধারিবে কে তাহারে কোন অবতার
      ঘুচাতে বেকার দিন দিয়েছে সাঁতার,
            মুছে ফেলে অশ্রু
      জীবনের মরু
পার হয়ে যেতে হবে দুর্গম কান্তার।


বেকারত্ব থেকে মুক্ত হতে অভিপ্রায়
      দুর্বিষহ জীবনের বাধা অন্তরায়,
            কাজ ছোট নয়
      সামাজিক ভয়
অধ্যবসায় প্রচেষ্টা অনন্য উপায়।