কাব্যের অন্তরালে পেষণ নহে
ভাব মধুর বাক্যে কাব্য
অধ্যেতা পড়ে চিত্তবৃত্তি নিয়ে
কিছু বার্তা ভবিতব্য।
রচকের মন করে পরিভ্রমণ
অধীতীর আঙিনায়
হৃদয় গাঁথা ছুঁয়ে যায় সেথা
তৃপ্ত কৃতি রচনায়।
হাসায় কাঁদায় পাঠক হৃদয়
লিখন ভালোবেসে
জয় জয়াকার উঠে চারিধার
লেখার চারিপাশে।
লেখার ভাষা করে শুধু আশা
পাঠকের মন জয়
মন বুঝে লেখা মনের ভাষা
তৃপ্ত রচক হৃদয়।
মনের জবান লেখনীর আঁচড়ে
পাঠকের কাছে যায়
জানেনা পাঠক লেখার আড়ালে
অজস্র রহস্য লুকায়।
পাঠকের মন করিবারে জয়
আপ্রাণ চেষ্টা রয়
মন জয় করা লেখা হলো কিনা
সহসা থাকে সংশয়।  
শব্দের উদরে শব্দ জুড়িয়া
রচনা নিবিষ্ট রচক
রচনার মান ঠিক হলো কিনা
নির্ণয় করে পাঠক।


    #reza ২২/১০-২০২০ { পেষণ>পীড়ন, মর্দন; অধ্যেতা>বিদ্যার্থী; চিত্তবৃত্তি>মনের প্রকৃতি; অধীতী>অধ্যায়নকারী }
    [লেখনী>কলম,পেন্সিল,যা দিয়ে লেখা হয়;]