সোনায় মোড়ানো লতায় জড়ানো সোনার বাংলাদেশ
মায়াবী ঝলকে প্রতিটি পলকে রূপের নাই তো শেষ,
আমার সোনার বাংলাদেশ সবার প্রাণের বাংলাদেশ
ছুঁয়ে থাকে মন দিয়ে আবরণ অফুরন্ত আবেশ ।


জোনাকিরা জ্বলে ছায়াপথ ভুলে মাঠে ঘাটে প্রান্তরে
আকাশের গায়ে সুরভী ছড়িয়ে মেখে যায় অন্তরে,
জন্ম জন্মান্তরে দেশে দেশান্তরে ঘুরেছি তেপান্তরে
প্রতি পলে পলে রেখেছি দখলে মনের অভ্যন্তরে।


শাপলা শালুক এমন মুলুক আর কোথাও নাই
রূপের ঝলক চন্দন তিলক বাংলাদেশেই পাই,
ফসলের মাঠ সবুজ তল্লাট ছেড়ে কোথায় যাই
করেছ উন্মন জনমে এমন দেশে পেয়েছি ঠাঁই।


গোধূলির ধুলো পেঁজা পেঁজা তুলো ছুঁয়ে যায় দিগন্ত
কালো মেঘগুলো বাদলা ঝরালো মাঠ ঘাট অশান্ত,
বরষার জল আষাঢ়ের ঢল শোভা তার অনন্ত
এমন সোনার দেশটির জন্য ভালোবাসা অভ্রান্ত।


নিসর্গ মলয়ে দেশের বলয়ে অফুরন্ত বাহার
ফসলের মাঠে খালে বিলে ঘাটে রাখালের বিহার,
কোথা গেলে পাই নাই জানা নাই এমনি উপহার
ক্ষণে ক্ষণে ভাবি দেশটির ছবি বাংলাদেশ আমার।