দূর পাহাড়ের গায়ে টিলায় টিলায়
প্রাণের পিদিম উড়ে সেথায় মিলায়।
হেসে হেসে ভেসে ভেসে মেঘের মলয়
ঘুরেফিরে কাছে আসে এমনি বলয়।
মেঘ পাহাড়ের গায়ে ভাসিয়ে মনন
শীতল মেঘেতে ভেজা কোমল আনন।


মেঘ ফোটা গোটা গোটা ছোঁয় লতাপাতা
দেখে তাই মনে জাগে সৃষ্টিতে ঈশিতা।
ছায়া ঘেরা গাছ পালা গহীন জঙ্গলে
চুপচাপ আছে সেথা কতো না মঙ্গলে
সবুজ বনানী ঘেরা উঁচু উঁচু টিলা
জড়াজড়ি করে আছে বড় বড় শিলা।


শিলা টিলা বেঁয়ে ঝরে ঝরনার জল
বুক চিরে বেঁয়ে আসা জল টলমল।
পাথরের নুড়ি ছুঁয়ে ঝকঝকে জল
মন মাঝে গড়ে উঠে দৃঢ় মনোবল।
নিজ গুনে ধরাধর বিশাল অটল
উঁচু নীচু কতো কিছু কোথাও ফাটল।


পাহাড়ের টিলা ঘেসে ভেসে হেসে হেসে
মেঘে দেয় হাতছানি সেথা ভেসে ভেসে।
মেঘের ছোঁয়ায় মনে দিয়ে যায় দোলা
কানাকানি জানাজানি যায় না তো ভোলা।
মেঘ ছুটে বাঁধা টুটে কিসের ভেলায়
সাদা কালো রূপ নেয় বেলায় বেলায়।
    ~ ~ ~ ~ ~ ~ ~ ~
(ঈশিতা > বিধাতার মহিমা)