মাঠে ঘাটে ঘুরি ফিরি প্রাণের মায়ায়
সবুজ ফসলে ঘেরা মেঘের ছায়ায়
ঢেউ তুলে হেলে দুলে ফসল দোলায়
প্রাণ মন ভরে যায় পড়ন্ত বেলায়।


দূর হতে ভেসে আসা ডাহুকের ডাক
ধেনু নিয়ে বাড়ি ফেরা রাখালের হাঁক
নিসর্গে জড়িয়ে থাকা মনের খোরাক
ফসলি শ্যামল মাঠে করেছে অবাক।


ভরে প্রাণ দেহ মন চাহিদা মিটিয়ে
নাগালের মাঝে তৃপ্তি ছড়িয়ে ছিটিয়ে
কত সুখ আছে দেখি খুঁটিয়ে খুঁটিয়ে
সরল কৃষকে যায়-না পাশ কাটিয়ে।


নদীর দুকূলে ফলে ফুলে ভরে থাকা
গাছপালা দিয়ে ঢাকা এই পাখি ডাকা
আঁকা বাঁকা পথ ঘাট শান্ত ফাঁকা ফাঁকা
ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশের পতাকা।


আঁকাবাঁকা মেঠো পথ সবুজ চত্বর
গোধূলির রাঙা রবি ডুবে ত্বর ত্বর
আঁধারেতে ঢাকে দিন নাই আড়ম্বর
নিত্য সত্য ঘন কালো রাতের গহ্বর।