সহসা মনের ভুলে
        হারিয়ে যাই সমুলে
মনের মুকুরে
হৈমন্তী হাওয়া বয়
        বসন্ত সুদুরে রয়
হৃদয় পুকুরে,
ডুবে ডুবে পানি পান
        হৃদয়ের শত টান
আড়ালে দাঁড়ালে
উড়ন্ত ছুটন্ত মন
        পুলকিত সারাক্ষণ
দুহাত বাড়ালে।
দূর দেশে বসে ভাবি
        রয়েছি বসে একাকী
জীবনের টানে
ময়ূরপঙ্খীর ডানা
        মেলে দিতে নেই মানা
দেশটির পানে,
শুনি হৃদয়ের গান
        বাতাসে ভাসিয়ে প্রাণ
আরশিতে ভেসে
আশায় ভাসিয়ে মন
        তৃপ্তিতে পূর্ণ জীবন
পার হয় হেসে।
পড়ন্ত জীবন বেলা
        পেরিয়ে যায় একলা
আরশিতে চেয়ে
দরিয়া শুকানো ক্রান্তি
        সুখ সমাপনে ভ্রান্তি
আসে যেন ধেয়ে,
অবসরে যায় বেলা
        সুদুরে বসে একেলা
অস্বস্তি বিস্ময়
বসন্ত বিলাসে ভয়
        নিজেকে ভাবতে হয়
মামুলি মৃন্ময়।