দূর হতে দেখা যায় সাজানো সেথায়
জড়ানো লতা পাতায় গাছের ছায়ায়।
গ্রামের বসত বাটি  ছোট্ট পরিপাটি
মেঠো পথে হাঁটা হাঁটি ধুলো কাদা মাটি।


পশু পাখি ডাকাডাকি নেই ঢাকাঢাকি
খিড়কিতে দিলে উঁকি সাজ টুকিটাকি।
দরিদ্র সীমায় তারা  ব্যর্থ সর্বহারা
নেয় জমির ইজারা পায় না কিনারা।


খেটেছে প্রতিটি মাসে সচ্ছলতা আশে
ঘাম ঝরানো নিঃশ্বাসে সুদিন বিশ্বাসে।
চাষাবাদ করে যায়  চাষা গালি খায়
হয়নি উপায় চাষা নামটি ঘুচায়।


গেঁয়ো ভূত হয়ে আছে অনেকের কাছে
খায় দুটি চেঁছে-পুঁছে স্বপ্ন যায় মুছে।
সুদিনের স্বপ্ন সব  দুঃখে কলরব
জীবনের পরাভব  হয় অনুভব।


অভাবের তাড়নায়  রূপ বদলায়
সুচতুর কায়দায়  ব্যবহৃত হয়।
দেখে শেখা গ্রামবাসী নিঃস্ব সর্বনাশী
কুলীন শহরবাসী খল অধিবাসী।