কাজ করে হয়ে থাকি
তোমার চাকর
ব্যবহার করো যেন
পথের কাঁকর।
কোথা থেকে হলে তুমি
এই কারিগর
নিচু মনে বলে থাকো
চাকর বাকর।
কাজের এ ভেদাভেদে
হলে বিভাকর
স্বভাবে লাগাম দিয়ে
দিয়েছো ঠোকর,
ছোট বড় ভেদাভেদে
কাজের টক্কর
কর্ম মর্যাদায় জেনো
জীবন চক্কর।