সংখ্যাগরিষ্ঠ যখন সংখ্যালঘু হয়ে যায়
হাড়ে হাড়ে টের পায় বিষন্নতা কোথায়।
দল বেঁধে চিৎকার হুল্লোড় অনাচারে
মেতে থাকা অন্যায় আর ব্যভিচারে।


অত্যাচারিত হবার ঝুঁকি সবসময়
নাজুক পরিস্থিতির শিকার হতে হয়।
চারিদিকে আবির্ভূত ক্ষুধার্ত হায়না
আনন্দ উল্লাসে চলে রক্তের বায়না।


দীনের কুটিরে দীনের কি হানি
     (কবিগুরু)
আমি নিজে এখন জানি তাহা জানি
সংখ্যালঘুদের কষ্ট কতখানি।
শুধু মুখে আওড়ানো ধর্মের বানী
অন্তরে উপলব্ধির কর্ম কতখানি।


{ধর্ম বিদ্বেষ বা বর্ণ বিদ্বেষের তিক্ততা বুঝা দরকার সবার}