ভাঙা গড়া মনে    প্রতি ক্ষণে ক্ষণে
      সাগর তরঙ্গ বয়ে যায়
জীবন চলায়            এমন বলয়
      অতিক্রম করা বড় দায়।
জীবনের হাল         উথাল পাথাল
      ভাবনার ঢেউ জাগে মনে
মন অনিকেত       অশনি সংকেত
      অনিশ্চিত ভয় ক্ষণে ক্ষণে।


জগত সংসার          বিবর্ণ আচার
      হরেক রকম ব্যবহার
সমন্বয় হীন             কত অর্বাচীন
      পায় না সহসা উপকার।
জঠর যন্ত্রণা        দেখেও দেখে না
      ধ্বংসের পথে ধায় সহসা
প্রবণতা হায়       আসক্তি যোগায়
      পথ চলায় নাই ভরসা।

অদক্ষ অনুজ           অন্তর সবুজ
      উদগ্র আগ্রহী অহরহ
আশা নিয়ে রয়    কি জানি কী হয়
      পাবে কি তেমন অনুগ্রহ।
কর্ণধার যবে           চুপচাপ রবে
      চঞ্চল মন বিপথে যাবে
তরুণেরা চায়          পরিচালনায়
    ঠিক দিক নির্দেশনা পাবে।


#reza  ১৬/০৭-২০২০