ভাই বোন কাকে বলে জানিনি
বাবা মা'র খোঁজ আমি পাইনি
আদরের মুখ কভু দেখিনি
কোনদিন ভরপেট খাইনি।
কোথা থাকি লিখা আর হয় না
ফুটপাতে থেকে নেই ঠিকানা।


তোমাদের পাশে বসা যায় না
ভালোবাসা কেউ আর দেয় না।
মানুষের চোখে যারে দেখোনি
মানবতা কাকে বলে শেখোনি।
আমরা তো পথেঘাটে মানুষ
বেওয়ারিশ বলে ভাবো কলুষ।


দূর থেকে দেখি কতো বাহার
ভুরি ভুরি মজাদার আহার।
কোনদিন জুটেনি তা আমার
জীবনের জন্য কিছু খাবার।
একবার মাগো বলে ডাকবো
ভাবি কবে মা'র কোলে থাকবো।


বাবা মা'র হাত ধরে ঘুরবো
একসাথে মজা করে ফিরবো।
মধুমতি মরা নদী হবে না
বাবা আর ফেলে দিয়ে যাবে না।
সেই দিন ফিরে আর পাবো না
মা'র কোলে মাথা রেখে শুবো না।