দত্ত বাড়ির ছেলেটা বুঝেছিল যেটা
প্রজ্বলিত স্বপ্ন ঝরা স্বীয় জন্মভূমি।
হৃদ মাঝে ভালোবেসে রেখেছিল চুমি
বুঝেছিল ঘুরেফিরে সারা পৃথিবী-টা।
প্রাণ ছোঁয়া মাতৃভূমি সাগরদাঁড়িতে
ছড়ানো-ছিটানো স্মৃতি ঘেরা হৃদয়ের
তরঙ্গ স্ফুরিত মনে। নিজের দেশের
মধুময় ছায়া ঘেরা গ্রামের বাড়িতে।


স্মরণীয় কপোতাক্ষ থেকেছে জড়িয়ে
মনের গভীরে স্ফীত কলকল ধ্বনি
উদ্বেল করা  অন্তর, উত্তাল উন্মাদ।
দেশটির চারিদিকে রয়েছে ছড়িয়ে
মাতৃভূমির ধ্বজায় নন্দিত অবনী।
অতৃপ্ত হৃদয়ে জাগা স্মৃতি কলনাদ।


কবিতাটি উৎসর্গ করলাম, বাংলায় সনেটের জনক মাইকেল মধুসূদন দত্তকে তার জন্মদিনে।