পুকুর পাড়ে   বাঁশের ঝাড়ে    পড়ছে ঝরে
শুকনো পাতা আলতো বায়ে বলবো তোরে
আঁধার রাতে  আমার সাথে ছিলো না কেহ
ঝাড়ের থেকে উঠলো ডেকে কাঁপলো দেহ।


ভয়ের চোটে  নিজের ঠোঁটে   কামড় লেগে
ঝরলো রক্ত।     ভীষণ শক্ত  ঝড়ের বেগে
একটা কিছু    অনেক নিচু   আসলো ছুটে।
ভূতের বেশে  আঘাত এসে লাগলো পেটে।


ভয়ের ঘোরে    এমন করে  পেয়েছি ব্যথা
ঠ্যাকাতে যেয়ে  পিছল খেয়ে ফাটল মাথা।
শুকনো পাতা   এমন কথা    কেমনে বলি
উদ্ভট সেই     বলতে নেই    ভূতের গলি।


আঘাত পেয়ে   ভূতের ভয়ে    অবাক হয়ে
শরমে মরি    কি-আর করি    তখন ভয়ে।
বিব্রত হই       অজ্ঞান নই      তবুও ঘটে
একা যাওয়া     ভয় পাওয়া   ঘটেছে বটে।


আসল কথা    ঘটেছে সেথা  একটা লাঠি
পায়ের নিচে পড়লো যেচে  আসলো ছুটি।
রাতের পাখি   উঠলো ডাকি  পেলাম ভয়
ভূতের ভয়        এমনি হয়    কিছুই নয়।
  #reza  ০৯/০১-২০২০