কালো মেঘে ঘিরে রেখে ডাকে কড়কড়
বাতাসের জোর বেশ খুঁটি নড় বড়।
জোরে ঝড় উঠে এলে ঘর পড় পড়
ভাঙ্গা ঘরে একা বসে ভয়ে জড়সড়।
শীতল হাওয়া বহে বুঝি ঝড় আসে।
ভয় করে চুপচাপ আছি ঘরে বসে।
ঝড় এলে  ঘরে বসে ভয় ভয় করে
ঘর বাড়ি ভেঙে চুরে যাব বুঝি মরে।


আগে থেকে বলেছিল চালা নাই ঘরে
হেসে উঠে চলে গেল বলে হবে পরে।
এটা নাই ওটা নাই, শোনা শুধু সার
ঘুরে ফিরে চলে যায়, রাগ হয় তার।
দিনকাল ভালো নয় হাতে টাকা নাই
এত কিছু নাই নাই মোরা কোথা যাই।
ভয় করে ভাঙ্গা ঘরে আর কতকাল
হাড়ভাঙ্গা খাটুনি তো সকাল-বিকাল।


ন্যায্য দামের অভাবে হয়ে নাজেহাল
কাজে-কর্মে মন নেই তার আজকাল।
দিন যায় মাস যায় ভালো দিন আশে
অভাবের দিনে কেহ নাই আর পাশে।
পেট ভরে খানা পিনা জুটে নাই তার
দায় দেনা দিনে দিনে বাড়িবে আবার।
এইভাবে দিন গেলে বছরের শেষে
পথে বসে যেতে হবে ফকিরের বেশে।


আকাশের কোপানল জীবনেতে পড়ে
সবকিছু সমাধান মরে গেলে ঝড়ে।
অজুহাত নেই কোন তাঁর দরবারে
মানুষের জন্যে আজ মানুষেরা মরে।
মানুষের জন্যে কেন মানুষেরা নয়!
মানুষেরা করে বুঝি বিধাতাকে ভয়।  
    #reza ০৩/০৩-২০২০